সেই কোটিপতি ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

রেজাউল করিম ও বহিস্কারাদেশ
রেজাউল করিম ও বহিস্কারাদেশ  © ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও থেকে মাদক মামলায় গ্রেফতার হওয়া সেই কোটিপতি টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় রেজাউল করিমকে (সহ-সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ টঙ্গী সরকারি কলেজ শাখা গাজীপুর) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। নির্দেশক্রমে- বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এদিকে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে বুধবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। এসময় বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  

রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘির এলাকার মো. হোসেন আলীর ছেলে। রেজাউল করিম  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক।

 


সর্বশেষ সংবাদ