নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) পল্টন থানার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এজাহারটি গ্রহণ করেন। পরে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল সোমবার (১৯ এপ্রিল) পল্টন থানায় ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি নুরকে একমাত্র আসামী করে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে পল্টন থানার ওসি আবু বকর বলেন, মামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেই এমন বক্তব্যে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নুরকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব।


সর্বশেষ সংবাদ