খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:০২ AM , আপডেট: ১৪ এপ্রিল ২০২১, ১২:০২ AM
নভেল করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাবি শাখা ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ন-সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন হলের নেতৃবৃন্দ, ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ড স্থগিত হওয়ার পর এক বছরেরও বেশি সময় ধরে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার (১০ এপ্রিল) বিকেলে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করার পরদিন রবিবার (১১ এপ্রিল) পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।