বাংলাদেশ রাজনৈতিক সংকটে রয়েছে: খোকন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ০৭:২৯ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২১, ০৭:২৯ PM
বর্তমানে বাংলাদেশ রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে বলে মনে করেন ছাত্রদল সভাপতি সভাপতি ফজলুর রহমান খোকন। তিনি বলেছেন, বর্তমানে দেশে স্বাধীনভাবে রাজনীতি করা যাচ্ছে না। দেশের রাজনীতি এই সরকারের কাছে জিম্মি।
আজ শুক্রবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে খোকন আরও বলেন, বর্তমান সরকার যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে। দেশের জনগণের রাজনীতি করার যে অধিকার সে অধিকার হরণ করা হয়েছে।
তিনি বলেন, দেশের জনগণ, রাজনীতিবিদরা সরকারের কাছে জিম্মি হয়ে পড়েছে। প্রশাসন তাদের ইচ্ছা অনুযায়ী তাদের জন্য কাজ করছে, জনগণের জন্য নয়। তবে এ পরিস্থিতি মোকাবিলায় ছাত্রদল কাজ করে যাচ্ছে বলে জানান খোকন।
ছাত্রদলের কার্যক্রম তুলে ধরে খোকন বলেন, ছাত্রদল সব সময় ছাত্রদের জন্যই কাজ করে যাচ্ছে। কোটা আন্দোলন থেকে শুরু করে যতগুলো আন্দোলন ছাত্রদের অধিকারের জন্য হয়েছে সবগুলো আন্দোলনেই জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে। বুয়েটের আবরার হত্যাসহ প্রতিটি অধিকার নিয়ে ছাত্রদল মাঠে আছে এবং কাজ করে যাচ্ছে।
খোকন বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রলীগ তাদের একক আধিপত্য যেভাবে কায়েম করেছে। আমরা সবসময় এর প্রতিবাদ করেছি। দেশের অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে এবং ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা কাজ করে যাচ্ছি।