তিন দাবিতে ঢাবিতে বামজোটের সমাবেশ

রাজু ভাস্কর্যে সংগঠনটির বিক্ষোভ সমাবেশ
রাজু ভাস্কর্যে সংগঠনটির বিক্ষোভ সমাবেশ  © টিডিসি ফটো

সারাদেশে মোদিবিরোধী সমাবেশ-মিছিলে রাষ্ট্রীয় নির্যাতন- হত্যাকান্ড রুখে দাড়াও, আওয়ামী ফ্যাসিবাদ প্রতিহত করো এবং সাম্প্রদায়িক উস্কানী ও সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ৮টি বাম ছাত্র সংগঠন। আজ বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক, সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইনুদ্দিন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সভাপতি মিতু সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক মেঘমোল্লার বসু।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহতভাবে মিছিল-সমাবেশে রাষ্ট্রীয় নির্যাতন-হত্যাকান্ড গ্রেফতার বন্ধ করতে হবে। আমরা মোদির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সাম্প্রদায়িক কারণে নয়। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সাম্প্রদায়িক, গুজরাটের গণহত্যাকারী ফ্যাসিস্ট মোদির আগমনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ভারত আমাদের দেশে যে আগ্রাসন চালাচ্ছে আমরা তার বিরুদ্ধে। বাংলাদেশের জনগন সে কারনেই মোদিকে মেনে নেয়নি।

বক্তারা আরো বলেন, বাম ছাত্র সংগঠন সমুহের মোদি বিরোধী কর্মসূচি গুলোতে আওয়ালীগের গুন্ডালীগ ছাত্রলীগ বার বার হামলা চালিয়েছে। এই সমাবেশ থেকে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই। সাথে সাথে পেশাদার দায়িত্ব পালন কালে গত কয়েকদিনে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে, আমরা এই হামলা-নির্যাতনকে ধিক্কার জানাই।


সর্বশেষ সংবাদ