ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান নুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৯ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৯ PM
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবে ভিপি নুরুল হক নুর।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এ দাবি জানান তিনি।
নুর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কার করা হয়েছে। এই আইনের কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাসে স্বাধীনভাবে কথা বলতে পারেন না। তাই এই আইন বাতিল করা এখন সময়ের দাবি।
নুরুল হক নুর আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।