শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নুর-রাশেদদের সচিবালয় ঘেরাও

সচিবালয়ের সামনে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা
সচিবালয়ের সামনে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সচিবালয় ঘেরাও করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সচিবালয় ঘেরাও করে সংগঠনটির কয়েক শতাধিক নেতাকর্মী।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। বিক্ষোভ শেষে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করে তারা।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর বলেন, সরকারি দলের প্রত্যেকটি সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম হয়। এমন প্রতিকূল অবস্থার মধ্যেও সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কি করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই।

নুর বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরীক্ষা চলছিল, কিন্তু গতকাল শিক্ষামন্ত্রীর ঘোষণায় সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের সব কিছু যেখানে সচল রয়েছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রয়েছে সেটি আমার বোধগম্য নয়। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহবায়ক ফারুক হাসান, সংগঠনটির ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ