সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ছাত্রলীগ

ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান
ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান  © সংগৃহীত

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে সেন্টমার্টিনের প্রায় দুই কিলোমিটার সমুদ্র সৈকতজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসএম সাদ্দাম হোসাইন বলেন, সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ। এখানে বেড়াতে এসে দেখলাম, চারপাশে বিচ্ছিন্নভাবে ময়লা-আবর্জনা ছড়ানো-ছিটানো। এসব দেখেই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৎক্ষণাৎ আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিই।

তিনি বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে এর জীববৈচিত্র্য রক্ষায় একে পরিচ্ছন্ন রাখা সবার নৈতিক দায়িত্ব। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মেধাবী ও মননশীল ছাত্রদের সমন্বয়ে দেশের কল্যাণে কাজ করছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। পর্যটনের অমূল্য ধন প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতায় নামাও তারই একটি অংশ।

এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন, টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন, ছাত্রনেতা হাসান তারেক, সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক জিয়াউদ্দীনসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ