গাড়ি ভাংচুর করে আটক ছাত্রলীগের তিন নেতা-কর্মী
ছাত্রলীগের পদবঞ্চিতদের সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাজেকগামী পর্যটকবাহী ১০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১৫ নভেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে দীঘিনালার লারমা স্কোয়ার এলাকায় সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় অবরোধকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দীঘিনালা থানার ওসি উত্তম কুমার জানান, ঘটনার পর দীঘিনালা সরকারি কলেজ মোড় থেকে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়।
এদিকে উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতদের অভিযোগ, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ ছাত্রলীগের গঠনতন্ত্র ভঙ্গ করে টাকার বিনিময়ে প্রেস কমিটি ঘোষণা করেছে। এতে ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে বলে তারা দাবি করেছে।
গত শনিবার বিকেলে সম্মেলন বা কাউন্সিল ছাড়া দীঘিনালা উপজেলা, দীঘিনালা সরকারি কলেজ, মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা দেওয়া হয়।