মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের উপর হামলা, আহত ১০ (ভিডিও)
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মে ২০১৯, ০৯:২৬ PM , আপডেট: ১৩ মে ২০১৯, ১০:৪২ PM
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে গিয়ে হামলার শিকার হন। বির্তকিতদের কমিটিতে স্থান এবং সক্রিয়দের পদবঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করতে গেলে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১০ জন। পরে আহতদের ঢাকা মেডিমেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে, দুপুরে কমিটি ঘোষণার পর থেকে ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন-তিলোত্তমা সিকদার, বিএম লিপি আক্তার, জেনমিন সান্তা, শ্রাবনী শায়লা, ফরিদা পারভীন, তানভীর, শ্রাবণী দিশা প্রমুখ। এ হামলার বিষয়ে পদবঞ্চিত গত কমিটির প্রচার সম্পাদক সায়েফ বাবু বলেন, এ হামলায় ১০ জনের মতো আহত হয়েছে। ৬ জনের অবস্থা গুরুত্বর। সবাইকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর থেকে বিক্ষোভ করেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। বিক্ষোভের এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে যান পদবঞ্চিত এসব নেতাকর্মীরা। পদবঞ্চিত এসব নেতাকর্মীরা সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের অনুসারী।
অন্যদিকে, মুধর ক্যান্টিনে সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন সদ্য পদপ্রাপ্ত নেতাকর্মীরা। মধুর ক্যান্টিনে মুখোমুখি অবস্থান নেন পদবঞ্চিত ও পদপ্রাপ্তরা। পরবর্তীতে সংবাদ সম্মেলন শুরু করতে গেলে পদপ্রাপ্ত নেতাকর্মীরা মুহুর্মূহ স্লোগান দিলে সংবাদ সম্মেলন শুরু করতে বাঁধা পায়। এই সময় পদপ্রাপ্তদের মধ্যে থেকে সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইনকে শিবির বলে আখ্যায়িত করেন। এটা শুনে জাকিরের অনুসারীরা সংবাদ সম্মেলন রেখে দাঁড়িয়ে এই কথার প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনের ব্যানার ছিড়ে ফেললে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান নেতৃত্ব দেন। এক পর্যায়ে চেয়ার ছুড়ে মারতে থাকে। এতে পদবঞ্চিত ১০ জন আহত হন।
ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক ও ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার, ডাকসুর ক্রীড়া সম্পাদক তানভীর ভুঁইয়া শাকিল, ডাকসুর সদস্য ও কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লা, ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ও রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তার আহত হন। এসময় চেয়ারের আঘাতে রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী দিশার মাথা ফেটে যায়। পরে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরো দেখুন: মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি (ভিডিও)
আরো দেখুন: রাব্বানীর জেলা থেকেই পদ পেল ২২ জন