ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন ইসলামী ছাত্রশিবিরের
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ অক্টোবর) এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের দপ্তর সম্পাদক জিএস মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর রেজাউল করিম, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রিয় মত মজুমদার, ছাত্র শিবিরের সাবেক সভাপতি নজিবুল্লাহ নজীব, লক্ষ্মীপুর শহরের সভাপতি ফরিদ উদ্দিন ও বিশিষ্ট লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও কফিল উদ্দিন ও বিশ্ববিদ্যালয় কলেজের শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।
আরও পড়ুন : দীর্ঘ কর্মবিরতির পর আজ ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষকরা
আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক, আলাইহিশোর ইউনিয়ন জামায়েত ইসলামের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বশির আহমেদ, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক এবং আশেপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে আগত সকল ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং ক্যারিয়ার গাইড লাইন হিসেবে দিকনির্দেশনামূলক কুস্তি কে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ এ এইচ ফাহিম।