০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬

দেড়টায় রিলিজ, ২টায় সংবাদ সম্মেলন, আড়াইটায় বিতর্ক, সাড়ে ৩ টায়...

মেঘমল্লার বসু  © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের জিএস প্রার্থী মেঘমল্লার বসুর গত ২ সেপ্টেম্বর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। সেদিন থেকে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আজ (রবিবার) তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা রয়েছে। রিলিজ পেয়েই আজ প্রেস ব্রিফিং, টকশো ও প্যানেলের প্রচারণায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়ে জানান মেঘমল্লার।

আরও পড়ুন: ছাত্রদলের প্যানেলের বাইরের নেতাকর্মীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

মেঘমল্লার বসু ফেসবুকে লেখেন, দুপুর দেড়টায় হাসপাতাল থেকে রিলিজ হব। দুপুর ২টায় মধুর ক্যান্টিনে একটা প্রেস ব্রিফিং করব। আড়াইটা থেকে যমুনা টেলিভিশনের জিএস বিতর্কে থাকব। সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রামে থাকব। এরপর সাইন্স ফ্যাকাল্টির হল তিনটিতে প্রচারণা চালাব, ৬টা পর্যন্ত।

তিনি আরও বলেন, খুবই ঝুঁকির কাজ হচ্ছে। অবশ্য কমিটমেন্ট তো কমিটমেন্টই। বলছিলাম শেষ পর্যন্ত লড়ব। আমার এন্ডে আমি সর্বোচ্চটাই কমিটমেন্ট দেখাব। গডস্পিড।