বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের গতানুগতিক ধারা বদলাতে হবে: নাছির
দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের গতানুগতিক ধারা বদলাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আজ রবিবার (২২ জুন) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) তারুণ্যের রাষ্ট্র চিন্তা প্ল্যাটফর্মে আয়োজিত ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক সংলাপে এক প্রশোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। এ সংলাপের আয়োজন করে অর্পণ আলোক সংঘ।
নাছির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের গতানুগতিক ধারা বন্ধ করতে হবে। মৌখিক পরীক্ষা ও রাজনৈতিক পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
তিনি বলেন, সামগ্রিকভাবে প্রাথমিকের শিক্ষকদের যে অবস্থায় রাখার কথা ছিল, তা গত ৫ দশকেও করা হয়নি। গত ১৫ বছরে সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা বন্ধ করতে হবে।
আরও পড়ুন: শিক্ষার পদ্ধতিগত কারণে বেকার তৈরি হচ্ছে: জাবি ভিসি
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ক্ষমতায় এলে বা সুযোগ পেলে এসব পদ্ধতি বন্ধ করতে বা পরিবর্তন করতে কাজ করা হবে।’
সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।