দুই ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়লো ছাত্রদল
দুই ঘণ্টা অবরোধের পর অবশেষে রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এর আগে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচি শুরু করেন। অবশেষে সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ ছাড়লেন তারা। তবে এ কর্মসূচি থেকে পরবর্তী কোনোকর্মসূচি ঘোষণা করেনি সংগঠনটির নেতারা।
জানা যায়, অবরোধ কর্মসূচির আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাড়ে ৩টায় অবরোধ কর্মসূচি শুরু হয়। এসময় শাহবাগ অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীদের 'বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন: ডিবিতে যাচ্ছে ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলা: স্বরাষ্ট্র উপদেষ্টা
এর আগে, গত মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে সাম্যর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনেও বিক্ষোভ করেন। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।