আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অভিমুখে জবি শিক্ষার্থীরা
আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, ‘জুলাই ঘোষণা’ বাস্তবায়ন এবং জনগণের রক্তের বিচার নিশ্চিত করার দাবি নিয়ে শাহবাগ অভিমুখে লং মার্চ শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে এ লংমার্চ শুরু করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের কর্মীরা।
জানা যায়, মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগের দিকে অগ্রসর হয়। এসময় শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ডে ফুটে ওঠে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিরোধের বার্তা।
আরও পড়ুন: আ’লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত ৩টায়, জুলাই স্পটে হবে গণঅবস্থান
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, আওয়ামী লীগ একের পর এক রক্তপাতের দায়ে অভিযুক্ত—পিলখানা, শাপলা চত্বর কিংবা সাম্প্রতিক ছাত্র গণআন্দোলন—সবখানেই তাদের হাতে রক্ত লেগে আছে। এমন রাজনৈতিক গোষ্ঠীর আর দেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।
তিনি আরও বলেন, ঢাকার প্রতিটি প্রগতিশীল ছাত্রমিছিল আজ শাহবাগে মিলিত হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় “জুলাই আন্দোলনের” অন্যতম ঘাঁটি হিসেবে ঐতিহাসিক ভূমিকা রাখছে।
জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, এই লংমার্চ কোনো রাজনৈতিক দলের নয়, এটি গণ-আন্দোলনের অংশ। জুলাই ঘোষণার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থী ও সাধারণ মানুষই এখন এই আন্দোলনের মূল চালিকাশক্তি।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে আজ শাহবাগে গণজমায়েত কর্মসূচি শুরুর কথা রয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।
হাসনাত বলেন, তিন দফা দাবিতে বিকাল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশের জুলাই স্পটে ছাত্র-জনতা গণঅবস্থান করবেন।