লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবি: শাহবাগে দুই সংগঠনের টানা অবস্থানের ঘোষণা

শাহবাগে অবস্থান কর্মসূচী
শাহবাগে অবস্থান কর্মসূচী  © টিডিসি ফটো

শাহবাগের ‘কসাই’ লাকী আক্তার ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ ও জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স।  

আজ বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছাত্র-জনতা ফ্যাসিবাদের দিন শেষ, ‘ইনসাফের বাংলাদেশ, মদতন্ত্রের দিন শেষ, ইনসাফের বাংলাদেশ’, শাহবাগীদের গদিতে, আগুন জ্বালো একসাথে’সহ বিভিন্ন স্লোগান দেয়।

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে— ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে; বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে; অবিলম্বে শাপলার ‘কসাই’ লাকী আক্তার ও তার সহযোগীদের গ্রেপ্তার করে ২০১৩ সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উন্মোচন করতে হবে; জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে; জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।  

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শাহবাগ থেকে মবতন্ত্রের সূচনা হয়েছে, এখান থেকেই ফ্যাসিবাদের উত্থান হয়েছে। লাকী আক্তার ও ইমরান এইচ সরকার সেই মবতন্ত্রের সূচনাকারী। যেই শাহবাগ থেকে নির্দোষ ব্যক্তিদের ফাঁসি মঞ্চায়িত করা হয়েছে, সেই শাহবাগই জুলাই-আগস্টের আন্দোলনে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই দেশে আর শাহবাগ কায়েম হতে দেয়া হবে না। আমরা দেখেছি লাকী আক্তার এখনো প্রকাশ্যে মিছিল-মিটিং করছে। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।’

পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ইসলাম হাদি। এই কর্মসূচিতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সও একাত্মতা প্রকাশ করেছে।


সর্বশেষ সংবাদ