টিএসসিতে উদ্যোক্তা স্টল ও বইমেলার আয়োজন করবে ঢাবি ছাত্রদল

আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আগামীকাল শনিবার (৮ মার্চ) ‘অদম্য নারী, শক্তিতে অজেয়’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে দিনব্যাপী বইমেলা আয়োজন করবে শাখা ছাত্রদল।
দেশের বিভিন্ন শ্রেণি-পেশার সংগ্রামী নারী ও জুলাইয়ের নারী শহীদ, আন্দোলনকারীদের প্রতি বিশেষ সম্মাননা জানাতে এটা আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
ঢাবি ছাত্রদল জানায়, এদিন টিএসসিতে বাংলাদেশের ১৫টি বিখ্যাত প্রকাশনা সংস্থার স্টল স্থাপন করা হবে, যেখানে ২৫% ছাড়ে বই অফার করা হবে। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তাদের জন্য ১০টি স্টল বরাদ্দ করা হবে।
পাশাপাশি টিএসসিতে একটি উন্মুক্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হবে, যেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যেকোনো নারী শিক্ষার্থী বক্তব্য রাখার সুযোগ পাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাবি শাখা ছাত্রদল টিএসসিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে।
‘‘আয়োজনের মধ্যে রয়েছে নারীদের সম্মানে একটি বইমেলা। এছাড়াও, আমরা বিভিন্ন পেশার নারীদের স্বীকৃতি দেব এবং জুলাই আন্দোলনের নারী শহীদ ও আহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।”