ঢাবি ছাত্রদল নেতা ইমদাদুল হকের উদ্যোগে সেহরি বিতরণ কর্মসূচি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:০২ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৫, ১০:০৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল নেতা ইমদাদুল হকের উদ্যোগে ক্যাম্পাস এলাকায় সেহরি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ৫ম রমজান উপলক্ষে রিকশাচালক, সিএনজি, অটোরিকশা ও বাস্তুহারা মানুষদের সেহরি প্রদান করা হয়।
এ উদ্যোগে সহযোগিতা করেছেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের মোখলেছুর রহমান হৃদয় এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের লুৎফুর কবির রানা। তাদের সহযোগিতায় এই সেহরি বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে ছাত্রদল নেতা ইমদাদুল হক বলেন, পবিত্র রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত সেহরির খাবার পায়। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।