নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, সংঘর্ষের ঘটনায় নেতাদের দুঃখ প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে আজ নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সংগঠনের ঘোষণা পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংগঠনের নেতারা দুঃখ প্রকাশ করেছেন এবং বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।’ তিনি শিক্ষার্থীদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সংগঠনের মুখপাত্র মো. হাসিবুল ইসলাম বলেন, ‘আজকে মধুর ক্যান্টিনের উত্তপ্ত পরিস্থিতির দায় আমরা সাংগঠনিকভাবে কখনও এড়াতে পারবো না। তবে, যারা এই পরিস্থিতির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ছিল। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। আমরা সুস্থ রাজনৈতিক পরিসর নিশ্চিতে বদ্ধপরিকর এবং যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানাই।’
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, ‘শুরুটা প্রত্যাশিত ছিল না, কিন্তু আমরা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে এসেছি। আমাদের এই যাত্রা সহজ হবে না, তবে লক্ষ্য অর্জন না করে আমরা বিশ্রাম নেব না। নতুন দলকে সবাই প্রার্থনায় রাখবেন।’