প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম—ভবিষ্যদ্বাণী প্রেস সচিবের

নাহিদ ইসলাম ও শফিকুল আলম
নাহিদ ইসলাম ও শফিকুল আলম  © সংগৃহীত

নতুন দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছে।

এদিকে নাহিদ ইসলামকে নিয়ে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।  

ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী। তার বয়স মাত্র ২৬ বছর কিন্তু ইতোমধ্যেই তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন’। 

তিনি আরও লিখেছেন, ‘দেশের রাজনীতিতে তিনি আরও কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সৃষ্টিকর্তা জানেন, একদিন তিনি (নাহিদ) হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’।

এদিকে, নতুন রাজনৈতিক দল আসার খবরের মধ্যেই একাধিক সূত্র জানিয়েছিল, নাহিদই এ দলের প্রধান হচ্ছেন। গত সপ্তাহে নাহিদ ইসলাম নিজেও জানান, নতুন রাজনৈতিক দলে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্টে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। পরে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

গত ১৪ সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এটা প্রায় নিশ্চিত।

জাতীয় নাগরিক কমিটি বলছে, প্রথমে হবে আহ্বায়ক কমিটি। এরপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। নেতারা জানান, এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে।

এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে। যাতে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।


সর্বশেষ সংবাদ