মব উস্কানো ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান বৈষম্যবিরোধীদের 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লোগো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লোগো  © সংগৃহীত

মব উস্কানো ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ‍দুপুরে প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘ছাত্র জনতা এক হও, দেশ গড়ার শপথ নাও! প্রত্যেক অঞ্চলে মব উস্কানো ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াও!’

এছাড়াও ওই পোস্টে #Rebuild_Bangladesh হ্যাসট্যাগও যুক্ত করা হয়।


সর্বশেষ সংবাদ