ঢাবির দেয়ালে আঁকা শিবিরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার চেষ্টা ছাত্রলীগের

শিবিরের আঁকা গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার চেষ্টা ছাত্রলীগের
শিবিরের আঁকা গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার চেষ্টা ছাত্রলীগের  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে আঁকা ছাত্রশিবিরের গ্রাফিতি কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৩০ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনের দেয়ালে (শাহবাগের আজিজ সুপার মার্কেটের বিপরীতে) এ ঘটনা ঘটিয়েছে সংগঠনটি একদল নেতাকর্মী। 

এ ঘটনা নিয়ে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, লাল ও কালো জামা পরিহিত দুই যুবককে দেয়ালের এসব গ্রাফিতিতে কালি লেপে দিতে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, আদর্শিক লড়াই চলছে, চলবে। ছাত্রলীগকে দাবিয়ে রাখতে পারবা না। দখলদার বাহিনীর পরাজয় সুনিশ্চিত। আলো আসবেই।

নিষিদ্ধ এই সংগঠনটি এখনো কীভাবে এমন কাজ করার সাহস পায়, এমন প্রশ্ন তুলে তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ও অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ বৃহস্পতিবার রাতে তিনি এক স্ট্যাটাসে লেখেন, যাত্রাবাড়ীতে বিএনপি কর্মীকে খুন এবং শাহবাগে শিবিরের অঙ্কিত জুলাই গ্রাফিতি মুছে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ।

‘‘নিষিদ্ধ ছাত্রলীগ এখনো কিভাবে এমন কাজ করার সাহস পায়? রাজপথে মিছিল করার সাহস পায়? প্রশাসন কী করে? অতি দ্রুত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গণ-শাস্তির আওতায় নিয়ে আসা হোক।’’

এদিকে, একই তিন রাতে ক্যাম্পাসের মল চত্বর এলাকা থেকে “জয় বাংলা” স্লোগান দেওয়ায় পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করার পর পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে, ছাত্রদলের এক নেতা অভিযুক্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় তাদের সঙ্গে পুলিশও ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্তদের মধ্যে একজন স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন।


সর্বশেষ সংবাদ