বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের আত্মপ্রকাশ কাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  © ফা

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল। বুধবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুক দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়েছে, ‘আজ ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে ‘লিগ্যাল সেল-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে লিগ্যাল সেলের প্রস্তাবনা পাঠ, গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সার্বিক আলোচনা করতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের আহবান করা হয়।

এর আগে গত ১৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তারিকুল ইসলামকে প্রধান করে লিগ্যাল সেল গঠন করা হয়।

১২ সদস্য বিশিষ্ট লিগ্যাল সেলের অন্য সদস্যরা হলেন- জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, শুভ আহমেদ, উম্মা উসওয়াতুল রাফিয়া, আশিকুর রহমান জিম, সাইফুর রহমান খান, মোতাসিম বিল্লাহ মাহফুজ, কাশেম আল নাহিয়ান, জানে আলম অপু ও শামসুদ্দোহা শাকিল।


সর্বশেষ সংবাদ