ছাত্রদলের উদ্যোগে মধুর ক্যান্টিন ফিরে পেল পত্রিকার ঐতিহ্য

  © টিডিসি ফটো

বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন সব ঘটনার সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। গত ৫ আগস্টের পর থেকে সেখানে রাখা হতো না কোনো পত্রিকা। ফলে গত ৫ মাস ধরে সেখানে যাওয়া দর্শনার্থী, ছাত্রনেতা কিংবা শিক্ষার্থীদের পত্রিকার পড়ার সুযোগ কোনো সুযোগ ছিল না।

তবে এ সংকট দূর করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পুনরায় পত্রিকা পড়ার সুযোগ দেয়া হয়েছে। 

এছাড়াও মধুর ক্যান্টিনে নানান সময়ে মুঠোফোন চার্জিংয়ে ঝামেলা পোহাতে হয় শিক্ষার্থীদের, সেই বিষয়টি বিবেচনায় রেখে ক্যান্টিনে দুইটি চার্জিং পয়েন্ট স্থাপন করা হয়।

এ বিষয়ে মমিনুল ইসলাম জিসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে সেবা। ছাত্রদের মানসিক বিকাশ, মেধা বিকাশ, সৃজনশীলতার প্রমোশন দেয়াই ছাত্রদলের রাজনৈতিক গোল। সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগগুলো গ্রহণ করেছি।

তিনি বলেন, যদি একজন শিক্ষার্থীও এই উদ্যোগগুলোর মাধ্যমে উপকৃত হয় সেটা হবে আমার জন্য পরম আনন্দের।


সর্বশেষ সংবাদ