ঢাবিতে মেধাবীদের মুখোমুখি শিবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ PM
বাংলাদেশের সমাজ, রাজনীতি, ইসলাম, ইসলামী আন্দোলন ও ছাত্রশিবির সম্পর্কে শিক্ষার্থীদের মনে রয়েছে নানা প্রশ্ন। শিক্ষার্থীদের এ সকল জিজ্ঞাসার উত্তর দিতে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করছে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির (Shibir Meets Brilliance)’ শীর্ষক প্রশ্নোত্তর ও মতবিনিময় সভা।
আগামী রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই আয়োজন অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কথা শুনবেন এবং প্রশ্নের উত্তর দিবেন অতিথিরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) শিশির মনির, ড. মীর্যা গালিব (সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের)।
আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম।
অনুষ্ঠানটিতে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে ২৮ ডিসেম্বর (শনিবার) রাত ১০ টা পর্যন্ত। ফর্ম পূরণ করলে একটি ফিরতি ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে।
রেজিস্ট্রেশন করুন এখানে (শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন)
উল্লেখ্য, অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে থাকবে শুভেচ্ছা উপহার।