শিক্ষকদের ক্ষমতামুখী না হয়ে ছাত্রমুখী হওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ  © টিডিসি ফটো

শিক্ষকদের ক্ষমতামুখী না হয়ে ছাত্রমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ক্ষমতামুখী না হয়ে আপনারা ছাত্রমুখী হন। রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে আসে না, কেউ আসে পরিবারের হাল ধরতে, কেউ আসে নিজের স্বপ্ন পূরণ করতে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতকে পুঁজি করে আপনারা আপনাদের ক্যারিয়ার বিনির্মাণ এবং প্রমোশন বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। শিক্ষকদের অনেক কিছুর দায়ভার আছে। শিক্ষক হচ্ছে এমন একটা পরিচয়, যেটার জন্য রাজনীতি করার প্রয়োজন হয় না।শিক্ষকতার চেয়ে রাজনীতি পরিচয়টাকে যখন মুখ্য করতে চান তখন শিক্ষার্থীদের সাথে আপনাদের বিচ্ছিন্নতা তৈরি হয়। 

এসময় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, সারজিস আলম বলেন,নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ চালু করতে হবে। প্রতি বছর ছাত্র সংসদের নির্বাচন করলেই কেবল সুষ্ঠু নেতৃত্ব তৈরি সম্ভব। কেউ যদি দলীয় মনোনয়ন নিয়ে কোনো ক্ষমতায় যায় কিংবা চেয়ারে বসে সে শুধু তার ঊর্ধ্বতনদের সন্তুষ্ট করার চেষ্টা করে।

তিনি আরও বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নির্দিষ্ট পক্ষের স্বার্থকে বাস্তবায়নের চেষ্টা করে। এটি বিশ্ববিদ্যালয়ের আসল উদ্দেশ্য নয়।বিশ্ববিদ্যালয় আমাদের যুগের পর যুগ এগিয়ে নিতে পারে।’ ভবিষ্যতে তিনি হাবিপ্রবিকে বাংলাদেশের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের মাঝে দেখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক তারিকুল ইসলাম ও আবু সাঈদ লিওন প্রমুখ।


সর্বশেষ সংবাদ