শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে নারী সমাবেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষার্থী হত্যার বিচার দাবি করে চট্টগ্রামে সমাবেশ করেছেন নারীরা। শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টায় নগরীর জামালখান এলাকায় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদী নারী সমাজ’ এ সমাবেশ করে।
এ সমাবেশে শিক্ষিকা, গৃহিণী, ব্যাংকার, শিল্পী, ছাত্রী, নাট্যকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নারী অংশ নেন। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ নারী সমাবেশ চলে সাড়ে ৫টা পর্যন্ত। এ সময় সড়কের এক অংশে যানবাহন চলাচল বন্ধ ছিল।
এর আগে জুমার নামাজ শেষে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল বের করা হয়। মিছিলটি আন্দরকিল্লা থেকে শুরু করে নিউ মার্কেট তিন পুলের মাথায় গিয়ে সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: ‘সরকারকে পদত্যাগ করতে হবে’
সমাবেশে অংশ নিয়ে খাতিজা বেগম জানান, আমাদের ছেলেরা আজ নিরাপত্তাহীন। যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু সরকার দাবি না মেনে তাদের ওপর গুলি করে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাইতে মাঠে নেমেছি।
নুরুন নাহার নামে অপর এক নারী বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি, হত্যা, হামলা, গণগ্রেফতার ও সন্তান হত্যার বিচার দাবিতে আজ আমরা মায়েরা রাজপথে এসেছি। আমাদের সন্তানরা রাজপথে এখন একা নয়, আমরাও তাদের সঙ্গে আছি।