এবার ‘তুমি কে আমি কে-বাঙালি বাঙালি’ স্লোগান ছাত্রলীগের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০২:৫৭ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৪, ০৩:০৪ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ স্লোগানের পর এবার শাহবাগে ‘তুমি কে আমি কে-বাঙালি বাঙালি’ স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাড়ার পর রাত আড়াইটা নাগাদ শাহবাগে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। এসময় শাহবাগ অবরোধ করে ‘তুমি কে আমি কে-বাঙালি বাঙালি’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’সহ নানা স্লোগান দিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের।
রাত তিনটার দিকে এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা শাহবাগ থেকে টিএসসিতে অবস্থান নিচ্ছে। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের সভাপতি সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে দেখা গেছে।