ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নূরুল ও মুনতাছির

ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নূরুল ও মুনতাছির
ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নূরুল ও মুনতাছির  © সংগৃহীত

চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের জন্য ঘোষিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল বশর আজিজী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেনারেল মুনতাছির আহমাদ।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম।

এ সময় চরমোনাই পীর বলেন, ‘বর্তমান সরকারের প্রতি মানুষের ঘৃণা দিন দিন তীব্রতর হচ্ছে। অবৈধ আওয়ামী সরকারকে বাংলাদেশের জনগণ অঘোষিত যুদ্ধের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচন নিয়ে মিথ্যাচার বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুরের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মাদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক নাসির উদ্দিন খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ