৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জবি ছাত্রদলের প্রতিবাদ র‍্যালি

পুরান ঢাকার জজকোর্ট সংলগ্ন জনসন রোডে ছাত্রদলের র‌্যালি
পুরান ঢাকার জজকোর্ট সংলগ্ন জনসন রোডে ছাত্রদলের র‌্যালি  © টিডিসি ফটো

দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের ‘গ্রেফতার, হামলা, ভাঙচুর, ও নির্যাতনের’ প্রতিবাদে র‍্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টায় পুরান ঢাকার জজকোর্ট সংলগ্ন জনসন রোডে এ কর্মসূচি পালন করে শাখা ছাত্রদল। জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে র‍্যালিটি করা হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, ‘১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্রদল এখন বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে পরিচিত। সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ মানুষের অধিকার সমুন্নত রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী ভূমিকা পালন করছে। আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি।’

সাধারণ সম্পাদক সুজন মোল্লা  বলেন, ‘জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন দেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সে অবস্থা থেকে পরিত্রাণের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবে।’

আরো পড়ুন: মারামারি-ছিনতাইয়ে বছরজুড়ে আলোচনায় ছাত্রলীগ, ছিল প্রক্সিকাণ্ড

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ-সভাপতি এম এ ফয়েজ, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ প্রমুখ।


সর্বশেষ সংবাদ