অবরোধ সমর্থনে মালিবাগে ছাত্রদলের বিক্ষোভ
সরকারের পদত্যাগ, অবৈধ তফসিল ও ডামি নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত ২৪ ঘণ্টার অবরোধ সমর্থনে রাজধানীর মালিবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শ্যামল মালুমের নেতৃত্বে মিছিলটি মালিবাগ মোড় থেকে শুরু হয়ে খিলগাঁও অভিমুখী মালিবাগ রেলগেট কাঁচা বাজার হয়ে পুলিশ ফাড়ির কাছে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি
মিছিলে উপস্থিতি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ৭১ হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক বিএম কাউসার, দপ্তর সম্পাদক মো. সাকিব বিশ্বাস, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবিদুল ইসলাম খান প্রমুখ।
ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল,সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন। তিতুমীর কলেজ ছাত্রদল এর সহ-সভাপতি সালেহ আহমেদ বাপ্পী ও হল শাখার যুগ্ম সম্পাদক মাহমুদ। তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী সায়েম। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্যসচিব সজীব রায়হান। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব প্রমুখ সহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।