অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির ডাকা নবম ধাপের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে পরীবাগে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয় বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
ছাত্রদলের এক বার্তায় জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।
আরো পড়ুন: ভূমিকম্প আতঙ্কে হলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত ঢাবি ছাত্র
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মো. হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ, মো. তরিকুল ইসলাম তারিক, মো. নাছির উদ্দিন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহবুব আলম শাহিন, নূর আলম ভূইয়া ইমন প্রমুখ।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে যুবককে হত্যা, মামলা অপমৃত্যুর

রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

রাজধানীতে ৬ বছরের শিশুকে 'ধর্ষণ', ঢামেকে ভর্তি
