ছাত্রলীগ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী সংগঠন: ছাত্রদল সা. সম্পাদক
আওয়ামী লীগ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী একটি সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়ের। তিনি বলেন, স্বাধীনতার পরই ১৯৭৩ সালে ১ জানুয়ারি ভিয়েতনাম দিবস উপলক্ষে বের করা মিছিলে শিক্ষার্থী হত্যার মাধ্যমে যে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল, তার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগে ছাত্রদল নেতা জিসানকে আটক করে প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তান ব্রান্ডের পুরনো অস্ত্র দেখিয়ে নাটক সাজিয়েছে। অথচ সরকার দলের যারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসেছে, গুলি করেছে তাদের বিষয়ে দলকানা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ৫৬ হাজার বর্গমাইলেই আমাদের সংগঠন সক্রিয় রয়েছে। প্রতিনিয়ত সারাদেশের নতুন নতুন করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে। যার সংখ্যা প্রতিদিনই ভারি হচ্ছে। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই বিএনপি এবং ছাত্রদলের কর্মসূচি শান্তিপূর্ণ। বিগত দিনের কোনো আন্দোলনে আপনারা দেখাতে পারবেন না ছাত্রদলের কোনো কর্মী অস্ত্র নিয়ে এসেছে। ছাত্রদল অস্ত্রের রাজনীতি করে না।
আরও পড়ুন: কাদা-পানিতে একাকার খুবির কেন্দ্রীয় মাঠ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, ছাত্রদল যাদের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ করতে না পারে, সে উদ্দেশ্যে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের ক্যাম্পাস থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। ক্যাম্পাসে আজ সহাবস্থান বলতে কিছু নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ সভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, রিয়াদ ইকবাল, নিজামউদ্দিন রিপন, আক্তারুজ্জামান আক্তার, নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক মঞ্জুর রিয়াদ, ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, সহ-কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক তাইফুর রহমান ফুয়াদ প্রমুখ।