ডিবি পরিচয়ে গণঅধিকারের মশিউরকে তুলে নেওয়ার অভিযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ০৮:৫২ PM
গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে বিকেলে হাতিরঝিলে মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেট থেকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে দাবি করছে সংগঠনটি। বুধবার (১৬ আগস্ট) রাতে পরিষদের সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ রাশেদ খান এ নিশ্চিত করেছেন।
রাশেদ বলেন, মশিউর রহমানকে কিছুক্ষণ আগে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেইট থেকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। চলমান সরকার বিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।
রাশেদ বলেন, আমাদের কথা পরিষ্কার- এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হব না।
মশিউর গণঅধিকার পরিষদের রাজনীতিতে বেশ সক্রিয়। সরকারের ব্যাপক সমালোচনা করেন তিনি। নিজের ফেসবুক পেজসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি আওয়ামী লীগ ও বর্তমান সরকারের তীব্র সমালোচক। রাজনীতির পাশাপাশি সম্প্রতি তিনি নতুন ব্যবসা শুরু করেছেন।