নাশকতার মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিমান্ডে
রাজধানীর মতিঝিল থানায় ২০২১ সালে নাশকতার অভিযোগে করা এক মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার এ রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২১ সালের ২৭ মার্চ মতিঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলায় বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। তাঁকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। অপর দিকে বিন ইয়ামিন মোল্লার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আদালতের কাছে জামিন চান। শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আরও পড়ুন: আবরার হত্যাকাণ্ডে আজীবন বহিষ্কৃত বিটুর ক্লাসে ফেরায় বুয়েটে মানববন্ধন
এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় তল্লাশি ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।