১৬ জনকে বহিষ্কার করে রিভা-রাজিয়ার অন্যায়কে উৎসাহ দিয়েছে ছাত্রলীগ
রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ তুলে মুখোমুখি দুই পক্ষ। দুদিন ধরে কয়েক দফা সংঘর্ষ ও নানা নাটকীয়তার পর শাখা ছাত্রলীগের ১৬ জন নেত্রীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এ নিয়ে ফেসবুকে অনেকে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অধিকাংশই বলছেল, রিভা ও রাজিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ১৬ জনকে বহিষ্কার করে তাঁদের রক্ষা করা হয়েছে বলে অভিযোগ তুলছেন তাঁরা। এ ছাড়া অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন।
মোহাম্মদ ওয়ালিউল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘ইডেন কলেজে ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা কি? গত ৩০ বছরে এই ছাত্র রাজনীতি ইডেনের কি কাজে এসেছে?’ কাফায়েক শাকিলের মন্তব্য, ‘হলে থাকতে হলে ছাত্রলীগ করা বাধ্যতামূলক। এটা শিক্ষার্থী, ছাত্রলীগ ও ক্যাম্পাস সবার জন্যই ক্ষতিকর।’
ইকবাল মাহমুদ রানা ছাত্রলীগের বিজ্ঞপ্তি শেয়ার করে লিখেছেন, ‘ইডেন কলেজের শিক্ষার্থীরা ও ছাত্রলীগের মেয়েরা মূলত বিক্ষুব্ধ হয়েছিলেন ছাত্রলীগ সভাপতি তামান্না রিভা, সেক্রেটারি রাজিয়ার অন্যায়ের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ছাত্রীদের বাছাই করে অনৈতিক কাজে বাধ্য করা এবং মেয়েদের দিয়ে বিজনেস করার গুরুতর অভিযোগ তুলেছেন ছাত্রলীগের অন্যান্য কর্মীরা। অথচ কেন্দ্রীয় ছাত্রলীগ অভিযুুক্তদের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা না নিয়ে বরং অন্যয়ের প্রতিবাদকরীদের স্থায়ীভাবে বহিষ্কার করল। বাহ রে ছাত্রলীগের নেতৃত্ব! অন্যায়ের শেল্টার দিচ্ছেন ভালোই।’
আরো পড়ুন: ইডেন ছাত্রলীগের কমিটি স্থগিত, ১৬ নেতাকর্মী স্থায়ী বহিষ্কার
নিয়াজ মাহমুদের ভাষ্য, ‘ইডেনের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের পাশাপাশি ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারে প্রকান্তরে ইডেন কলেজ শাখা সভাপতি রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়ার পক্ষ নিয়েছে জয় এবং লেখক। এতে রিভা-রাজিয়ার অনিয়ম অন্যায়কে উৎসাহ দেয়া হয়েছে।’
এম এম মারুফ উল ইসলাম ছাত্রলীগের বিজ্ঞপ্তি শেয়ার করে লিখেছেন, ‘তাহলে ইডেন কলেজের সভাপতি ও সাধারন সম্পাদক নিষ্পাপ!’ মো. রফিকুল ইসলাম সুজনের দাবি, ‘ইডেন কলেজের ঘটনায় জরিত প্রত্যেককে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কে জোর সুপারিশ করছি।’
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাংবাদিকদের বলেছেন, ‘আগের ঘটনা এবং গতকাল যে ঘটনা ঘটেছে ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তারা তদন্ত কমিটি মানতে চায় না। তাই, আমরা নিজেরা ভিডিও ফুটেজ দেখে যাদের সরাসরি সংশ্লিষ্টতা পেয়েছি তাদের আপাতত বহিষ্কার করা হয়েছে।’