০৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৬

বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণা, ২৫ পরিচালক যারা

বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণা  © সংগৃহীত

নানা বিতর্ক, নাটকীয়তা এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সম্পন্ন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এবারের নির্বাচনে বিভিন্ন কোটা ও ক্যাটাগরি মিলিয়ে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় কোটায় ৯ জন এবং ক্লাব ও অন্যান্য ক্যাটাগরি থেকে বাকি ১৬ জন নির্বাচিত হন।

ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম, চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আহসান ইকবাল চৌধুরী ও আসিফ ইকবাল, খুলনা বিভাগ থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খান আব্দুর রাজ্জাক ও মো. জুলফিকার আলি খান, রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন মো. মোখলেসুর রহমান, বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. শাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন রাহাত শামস, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং রংপুর বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন মো. হাসানুজ্জামান।

আরও পড়ুন: ৮ ব্যাংক থেকে ১০৪ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ক্লাব প্রতিনিধিত্বকারী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মোহাম্মদ মুকছেদুল কামাল, ইফতেখার রহমান মিঠু, এম নাজমুল ইসলাম, মো. মনজুর আলম এবং মেহরাব আলম চৌধুরী।

ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নির্বাচন পরবর্তী পরবর্তী কার্যক্রম হিসেবে শিগগিরই নতুন বোর্ড সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া এনএসসি কোটায় এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক নির্বাচিত হয়েছেন।

এর আগে, সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত মোট ২৫ পরিচালকের ভোটাভুটিতে সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।