চ্যাম্পিয়নস লিগ শুরু আজ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৯ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:২৮ PM
অপেক্ষার পালা শেষে মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের ‘মহাযুদ্ধ’। আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে ফুটবল পায়ে ইউরোপ সেরা হওয়ার যুদ্ধ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে লড়াই করতে প্রস্তুত ৩২ ক্লাব।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে প্রথম ম্যাচে ডায়নামো ডাগরেভের মুখোমুখি হবে চেলসি। একই সময়ে দ্বিতীয় ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডর বিপক্ষ মাঠে নামবে কোপেনহেগেন।
শিরোপা ধরে রাখার মিশনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনেই মাঠে নামবে গতবাবের চ্যাম্পিয়ন ও আসরের সর্বোচ্চ ১৪ বার ইউরোপ সেরার মুকুট পরা স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। একইসাথে আজ মাঠে নামছে দ্বিতীয় সফল দল এসি মিলানও। নতুন আসরের প্রথম দিন মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজি, জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ডের মতো দলগুলো। আজ রাতেই গ্রুপ পর্বের আটটি ম্যাচে খেলবে ১৬টি দল। আগামীকাল মাঠে নামবে ফেভারিট লিভারপুল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখসহ বাকি ১৬টি দল।
আরও পড়ুন: অনেক রেকর্ডের মালিক হয়েও কেন ট্রলের শিকার হচ্ছেন মুশফিক
এ ছাড়াও একই দিনে দিবাগত রাত ১টায় শুরু হবে একসঙ্গে ৬টি ম্যাচ। এ ম্যাচগুলোতে মুখোমুখি হবে বেনফিকা-মাক্কাবি হাইফা, আরবি জালসবুর্গ-এসি মিলান, সেল্টিক-রিয়াল মাদ্রিদ, আরবি লিপজিগ-শাখতার দোনেৎস্ক। তা ছাড়াও আজকের বড় ম্যাচ পিএসজি আর জুভেন্টাসের। পার্ক ডি প্রিন্সেসে এটি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ১৪০ গোল নিয়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো। ১২৫ গোল নিয়ে তার পরেই আছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি আটটি হ্যাটট্রিকও করেছেন এ দুজন। তাই ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা শুরুর আগে এ দুজনকে নিয়ে সব সময়ই থাকত বাড়তি আলোচনা।
আজ মুখোমুখি হচ্ছে যারা
১) রিয়াল মাদ্রিদ বনাম সেল্টিক (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
২) পিএসজি বনাম জুভেন্টাস (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
৩) সেভিয়া বনাম ম্যানচেস্টার সিটি (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
৪) ডায়নামো ডাগরেভ বনাম চেলসি (মঙ্গলবার রাত ১০-৪৫ মিনিট)
৫) সালজবুর্গ বনাম এসি মিলান (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
৬) বরুসিয়া ডর্টমুন্ড বনামএফসি কোপেনহেগেন (মঙ্গলবার রাত ১০-৪৫ মিনিট)
৭) লাইপজিগ বনাম শাখতার দানেৎস্ক (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
৮) বেনফিকা বনাম মাকাবি হাইফা (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)