০২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬
ইনস্টাগ্রামে ‘অশালীন’ ছবি দেওয়ায় অভিনেত্রীকে আনফলো করলেন মেসি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি অভিনেত্রী লালি স্পোজিতোকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টা থেকে আনফলো করে দিয়েছেন।
সংবাদ মাধ্যম ট্রিবিউনা ডটকম জানান, লালি ইনস্টাগ্রামে কাছের বন্ধুদের নিয়ে একটা গ্রুপ খুলেছিলেন। সেখানে দিয়েছিলেন কিছু ব্যক্তিগত ছবি। যেটা ভালো লাগেনি বার্সেলোনা থেকে পিএসজি যাওয়া মেসির। সেজন্য তিনি ওই অভিনেত্রীকে আনফলো করে দিয়েছেন। লালি অবশ্য ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মেসিকে অনুরোধ করেছেন তাকে আনফলো না করার জন্য।
তিনি বলেছেন, ‘লিও, আমি দুঃখিত, আমি কিন্তু সব সময় ওমনটা না। আমি তোমাকে খুবই পছন্দ করি। আমাকে আনফলো করো না, প্লিজ।’ তার দুঃখ প্রকাশে অবশ্য মেসির মন গলেনি। ‘ফলোয়িং লালি’ বাটনে তিনি আর ক্লিক করেননি।
আর্জেন্টাইন অভিনেত্রী লালি স্পোজিতো তার ইনস্টাগ্রামে লিওনেল মেসিকে কাছের বন্ধুর তালিকায় জায়গা দিয়েছিলেন।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

বুয়েটের নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা, জেনে নিন জরুরি তথ্য

ঈদে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের পাশে কুবি ছাত্রশিবির

বাংলাদেশ-ভারত সম্পর্ক: জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ প্রেক্ষিত

ফেসবুক পোস্ট নিয়ে গ্রামে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০
