বাবরকে সময়ের ‘সেরা’ বলছেন কোহলি

বাবর-কোহলি
বাবর-কোহলি  © সংগৃহীত

ক্রিকেটের তিন সংস্করণেই নিজের সেরা ছন্দে আছেন বাবর। ফর্মের চূড়ায় থাকা বাবরের শ্রেষ্ঠত্ব মানতে কোনো দ্বিধা নেই কোহলির। গত ২-৩ বছরে কোহলির ব্যাট প্রত্যাশিত ভাবে রান করতে পারেনি। বাবর আজম প্রতিনিয়ত নতুন উচ্চতা স্পর্শ করছেন। বাবরকে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করেছেন কোহলি।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবরকে নিয়ে কোহলি বলেছেন, ‘সম্ভবত বর্তমান সময়ে তিন সংস্করণেই শীর্ষ ব্যাটসম্যান বাবর। বাবর ধারবাহিকভাবে পারফর্ম করছে। ও দারুণ প্রতিভাবান ক্রিকেটার এবং আমি সব সময় ওর ব্যাটিং দেখতে পছন্দ করি।’

কোহলি বলেছেন, ‘২০১৯বিশ্বকাপের ম্যাচের পর আমার ও বাবরের প্রথমবার দেখা হয়েছিল। ইমাদ ও আমি অনূর্ধ্ব-১৯ দিন ধরে খেলছি এবং সে বাবরকে কথা বলতে নিয়ে আসে। তারপর আমরা খেলা সম্পর্কে কথা বললাম। প্রথম দিন থেকে আমি তার (বাবর) মধ্যে অনেক সম্মান দেখেছি এবং এটি মোটেও বদলায়নি,যদিও সে সম্ভবত বিশ্বের সেরা ব্যাটসম্যান এখন সব ফর্ম্যাটে এবং ভালো পারফরম্যান্স চালিয়ে যাচ্ছে।

বাবরের আচরণের প্রশংসা করেছেন কোহলি এবং বলেছেন যে তিনি একজন গ্রাউন্ডেড খেলোয়াড়। অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান বলেছিলেন যে ক্রিকেটকে আকর্ষণীয় রাখতে বাবরের মতো খেলোয়াড় দরকার। তিনি বলেন, ‘তার দারুণ প্রতিভা আছে এবং আমি সবসময় তাকে ব্যাট করতে দেখতে পছন্দ করি। এতে কোনও পরিবর্তন হয়নি।

এই মুহূর্তে তিনি এত রান করছেন এবং তার দক্ষতা দেখাচ্ছেন,তাই এটি কিছুই পরিবর্তন করেনি। আমার প্রতি তার দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন নেই। এটি একজন ভাল লালন-পালন এবং গ্রাউন্ডেড ব্যক্তির একটি ভালো লক্ষণ এবং তার ক্রিকেটের ভিত্তি খুব শক্তিশালী। আমি গতকাল তার সঙ্গে দেখা করেছি এবং তাঁকে অভিনন্দন জানিয়েছি।

আরও পড়ুন:মরুর বুকে ২২ গজে পাক-ভারতের মর্যাদার লড়াই আজ

প্রাক্তন ভারতীয় অধিনায়ক কোহলি এবং বর্তমান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সাম্প্রতিক সময়ে অনেক কথা হয়েছে। বিরাট কোহলি গত মাসেই বাবরের সমর্থন পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলির ব্যর্থতার পর,কোহলির সমর্থনে টুইট করেছিলেন বাবর। সেই সময়ে বাবর জানিয়েছিলেন শীঘ্রই বিরাটের খারাপ সময় কেটে যাবে।যার জবাবে কোহলি বাবরকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং তাঁকে সেরা পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ