আফ্রিদির জায়গায় এশিয়া কাপে ডাক পেলেন হাসনাইন
চোট থেকে সেরে না ওঠায় এবারের এশিয়া কাপে শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না পাকিস্তান। ফলে এশিয়া কাপে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে। বদলি হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে মোহাম্মদ হাসনাইনকে। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে থাকা এই ডানহাতি পেসার এখন আছেন ইংল্যান্ডে। সেখান থেকে হাসনাইন পাকিস্তান দলে যোগ দেবেন দুবাইয়ে।
সোমবার (২২ আগষ্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তি দিয়ে ডানহাতি এই ফাস্ট বোলারকে আফ্রিদির পরিবর্তে তাকে দলে স্থলাভিষিক্ত করে।
আগামী ২৮ আগস্ট দুবাইয়ে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। ২ সেপ্টেম্বর শারজায় তাদের প্রতিপক্ষ বাছাই থেকে উঠে আসা দল। শ্রীলংকা সফরে প্রথম টেস্টে আফ্রিদি ফিল্ডিংয়ের সময় ডান হাঁটুর লিগামেন্টে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি।
আরও পড়ুন: হাশিম আমলার রেকর্ড ভাঙলেন বাবর আজম
আসিফ আলী, হায়দার আলী, ইফতিখার আহমেদ ও উসমান কাদির মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, মোহাম্মদ হারিস, সালমান আগা ও জাহিদ মেহমুদের স্থলাভিষিক্ত হবেন তারা।
আফ্রিদি হাঁটুতে চোট পেয়েছেন। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, সেরে উঠতে ৪-৬ সপ্তাহ বিশ্রাম নিতে হবে এই পেসারকে। তাতে এশিয়া কাপে তার দর্শক হয়ে থাকা নিশ্চিত। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও তাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা।