‘এমবাপেকে বলে দিন, মেসি ২২ বছরে ৪টি ব্যালন ডি অর জিতেছিল’

এমবাপে, মেসি ও রুনি
এমবাপে, মেসি ও রুনি   © সংগৃহীত

নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে ফ্রান্সের তরুণ তারকা কাইলিয়ান এমবাপে সবচেয়ে বেশি দর্শকদের ভালোবাসা পেয়েছেন। মাত্র ১৮ বছরের এ তারকাকে ফুটবল বিশ্বের পরবর্তী রথী-মহারথী হিসেবে ভাবা হয়। 

যদিও গত মৌসুম পর্যন্ত এমবাপে ভক্তদের ভালবাসায় সিক্ত ছিলেন, কিন্তু তার প্রতি ফুটবলপ্রেমীদের সম্মান ও ভালোবাসা চলতি মৌসুম থেকে কমতে শুরু করেছে। নানা নাটকীয়তায় রিয়াল মাদ্রিদকে না করে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে, সেখান থেকেই জন্ম দিচ্ছেন একের পর বিতর্কিত ঘটনার। 

সর্বশেষ ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে এ তারকা নিজেকে পুরোপুরি দল থেকে বিচ্ছিন্নই করে ফেলেছিলেন। দলের সবাই যখন একসঙ্গে, এমবাপে তখন একাই দাঁড়িয়ে ছিলেন।

দলের সবাই যখন একসঙ্গে কথা বলছিল, এমবাপে একাই দাঁড়িয়ে ছিলেন। এছাড়া আক্রমণের সময় পাস না পাওয়ায় সরেই যান এমবাপে। সম্প্রতি লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে কথা কাটাকাটির বিষয়টি এর থেকেও বড় ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। প্রথম পেনাল্টির সময়ে মেসিকে কাঁধ দিয়ে ধাক্কামতোন দেন, তবে গোল করতে পারেননি তিনি। 

দ্বিতীয় পেনাল্টিতে নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এমবাপে। শট নেওয়ার জন্য নেইমার এগিয়ে গিয়েছিলেন। কিন্তু এমবাপে শটটি করতে চাচ্ছিলেন। যা নিয়ে মৃদু বচসা হয়। পরে নেইমারই শট করে গোলও পেয়ে যান। তবে এমবাপের এমন আচরণ কেউ ভুলতে পারেনি।

আরও পড়ুন : ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ দফা নির্দেশনা

এ নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনি। এমবাপের এমন অহংকার মোটেও সমীচীন নয় বলে মনে করেছেন তিনি। তিনি বুঝিয়েছেন ২২ বছর বয়সে লিওনেল মেসির ঝুলিতে ছিল চারটি ব্যালন ডি অর শিরোপা। যেখানে এমবাপের একটিও নেই।

দেদার স্পোর্টসে রুনি বলেছেন, ‘এখন ২২-২৩ বছরের খেলোয়াড় কি না মেসিকে কাঁধ দিয়ে ঠেলে দেয়। তার (এমবাপে) চেয়ে বড় অহংকারী কাউকে দেখিনি। কেউ তাকে মনে করিয়ে দিন যে, মেসি ২২ বছর বয়সে চারটি ব্যালন ডি অর জিতে নিয়েছিল।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence