ডোপিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ শহিদুল ইসলাম
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৬:৫৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২২, ০৬:৫৩ PM
ডোপিং কেলেঙ্কারিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শহিদুল ইসলামকে ১০ মাস নিষিদ্ধ করেছে আইসিসি। একটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন ২৭ বছর বয়সী এই পেসার।
১০ মাসের সাসপেনশনটি ২৮ মে, যেদিন তিনি অপরাধ স্বীকার করেছিলেন, সেই দিন কার্যকর হবে। যার অর্থ হলো বাংলাদেশের এই পেসার ২০২৩ সালের ২৮ মার্চ খেলার যোগ্য হবেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি (আইসিসি) এক ইমেইল বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ইমেইলে বলা হয়, ‘গত ৪ মার্চ আইসিসির নিয়মিত ডোপ টেস্টের অংশ হিসেবে পরীক্ষার আওতায় আনা হয় তাকে। ২৭ বছর বয়সী এই পেইসারের মূত্র নমুনায় ক্লমিফেনের উপস্থিতি পেয়েছে আইসিসি। বিশ্ব এন্টি ডোপিং এজেন্সির দেয়া তালিকায় নিষিদ্ধ মাদক হিসেবে তালিকাভুক্ত এই ক্লমিফেন।’
‘এতে করে আইসিসির এন্টি ডোপিং আর্টিকেলের ২.১ ধারা ভঙ্গ করেছেন শহিদুল। তাই এই অপরাধে সকল প্রকারের ক্রিকেট থেকে তাকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হল।’