২৯ এপ্রিল ২০২২, ১৪:১৯

ব্রাজিলকে হারিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল  © সংগৃহীত

কাতারে অনূর্ধ্ব-২০ দলের বিশ্বকাপে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। যদিও এটি ১৯৯৫ সালের ঘটনা; তবুও এই অর্জন সাহস যোগাচ্ছে আর্জেন্টিনা দলকে।

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম শিরোপা জিতেছিল ১৯৭৯ সালে। সেবার সিজার লুইস মেনোত্তি ছিলেন দলের কোচ এবং ডিয়েগো ম্যারাডোনা ছিলেন দলের অন্যতম প্রধান অস্ত্র।

এরপর কাতারে হওয়া ১৯৯৫ সালের আসরে দ্বিতীয়বারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল দুইটি করেন লেওনার্দো বিয়াগিনি ও ফ্রান্সিসকো গুয়েরেরো।

আরও পড়ুন: টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের ১২ বিশ্ববিদ্যালয়

সেবার চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ও সেমিফাইনালে স্পেনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সবমিলিয়ে আসরে পাঁচ জয় ও এক পরাজয় ছিল তাদের। একমাত্র পরাজয় ছিল গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের। পরদিন নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল। গ্রুপ ‘সি’তে সৌদি আরব ছাড়াও পোল্যান্ড এবং মেক্সিকোর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

তথ্যসূত্রঃ টিওয়াইসি স্পোর্টস, আর্জেন্টিনা