দক্ষিণ আফ্রিকায় কি আজই ইতিহাস গড়বে টাইগাররা?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সিরিজ জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সিরিজ জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকে প্রথমবারের মতো হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা। আজ রোববার দেশটিতে ইতিহাস গড়ার জন্য মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ‍দুই দল মুখোমুখি হবে।

জোহানেসবার্গে বাংলাদেশ সময় বেলা ২টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জিতলেই সিরিজ জয় করে নতুন ইতিহাস গড়বেন তামিম-সাকিব-মুশফিক-মিরাজরা। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও তা ধরে রাখতে চায় বাংলাদেশ। সে কারণে আগের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ।

তবে জোহানেসবার্গের উইকেটে স্পিন সহায়ক হওয়ায় কেশভ মহারাজের সঙ্গে প্রোটিয়া শিবিরে আরেক স্পিনার তাবরিজ শামসিকে দেখা যেতে পারে। এ ম্যাচে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি জার্সি পরে খেলবে দলটি।

এদিকে বিশ্বকাপের সুপার লিগে টেবিলের শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ আফ্রিকার অবস্থান ১০ নম্বরে। বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া আট দলের মধ্যে নিজেদের রাখতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া পথ নেই প্রোটিয়াদের।

আরো পড়ুন: স্বাধীনতার মাসে বাংলার বাঘিনীদের পাকিস্তান জয়

প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলেন, ‘ম্যাচটিতে আমাদের জয়ের বিকল্প নেই। সব বিভাগেই উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে খেললেও পয়েন্টের কোনো নিশ্চয়তা নেই।’

অপরদিকে টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের স্বপ্ন অনেক বড়, ভালো কিছু করতে চাই। দেশের বাইরেও সিরিজ জিততে চাই। এশিয়া কাপ ও বিশ্বকাপেও কাপ চ্যাম্পিয়ন হতে চাই।’

পরিসংখ্যান বলছে, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগে ব্যাটিং করা দল সুবিধা পাবে। এই মাঠে শেষ সাত ওয়ানডেতে আগে ব্যাটিং করা দল চার ম্যাচেই জয় পেয়েছে। এই ম্যাচগুলোয় আগে ব্যাট করা দল জয় পেয়েছে ৩৪০ এর বেশি রান করে। আর আগে ব্যাট করা দল যেগুলোয় হেরেছে, তাতে রান ছিল ২৬০ এর নিচে।


সর্বশেষ সংবাদ