১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯

ক্রিকেটার তামিম ইকবালের কাকার মৃত্যু

ক্রিকেটার তামিম ইকবালের ছোট কাকা আকবর খান।  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালের ছোট কাকা মারা গেছেন। তিনি সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান। তামিমের খেলাধুলার শুরুর সময়ের কোচ ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত তিনটায় তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বলে তার পরিবার নিশ্চিত করেছে।

তার পরিবার থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। এদিকে, আকবর খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী সাবিনা আকরাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।

আরও পড়ুন: স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে মঙ্গলবার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকার মৃত্যুর খবর জানিয়ে ক্রিকেটার তামিম ইকবাল লিখেছেন, ‘ছোট চাচা আকবর খানও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি’।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ আসরের নামাজের পর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আকবর খানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।