১৭ ডিসেম্বর ২০২১, ২০:৫৮

ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল ম্যাচে বাংলাদেশ ও ভারতের মেয়েরা  © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে ভারতের মেয়েদের ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী ভারতের বিপক্ষে এ জয় নিয়ে মারিয়া মান্ডার দল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে । পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়িয়েছে ৭ পয়েন্ট।

শুক্রবার(১৭ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের মধ্যকার নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

খেলা শুরু হওয়ার মাত্র ৮মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে জয়সূচক গোল পেয়ে যান শামসুন্নাহার সিনিয়র। এরপর থেকে ভারতের মেয়েরা ম্যাচে ফিরতে শেষ মুহুর্ত পর্যন্ত আক্রমনে ছিল। তাই পুরো ম্যাচজুড়েই ছিল টানটান উত্তেজনা।

এদিকে, মাঠভর্তি দর্শকদের উল্লাসও ছিল চোখে পড়ার মতো। এসময় বাংলাদেশ, বাংলাদেশ গর্জনে মুখরিত ছিল পুরো মাঠ।

এছাড়া, ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার পাশাপাশি ফাইনাল খেলার কাজটিকে আরও সহজ করলো বাংলাদেশের মেয়েরা। 

উল্লেখ্য, আগামি রবিবার শ্রীলংকার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।