উইকেটের মিছিল থামছে না, ছোট সংগ্রহের পথে টাইগাররা

উইকেটের মিছিল থামছে না টাইগারদের
উইকেটের মিছিল থামছে না টাইগারদের  © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাজে শুরুর পর নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ব্যাটিংয়ে বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। কিন্তু এ দুজন আউট হওয়ার পর সেই স্বপ্ন ফিঁকে হয়ে গেছে।

১৮ ওভার ৩ বল শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০২ রান। উইকেটে আছেন আমিনুল ইসলাম বিপ্লব ও তাসকিন আহমেদ।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বাংলাদেশ অধিনায়কের ইনিংস দীর্ঘ হলো না। ১২ রান করে ফিরে গেছেন তিনি। এরপর শান্তও দিক হারিয়েছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৩৪ বলে ৫টি চারে ৪০ রান করেন।

শুরুতে ২ ওভারের মধ্যেই নেই ২ ওপেনার। ৫ রানের মধ্যেই ২ উইকেট হারানো দলকে পথ দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন তারা। আফিফের বিদায়ে ভাঙল এই জুটি। পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানের বলে আউট হওয়ার আগে ২১ বলে ২০ রান করেন আফিফ।


সর্বশেষ সংবাদ