নিউজিল্যান্ড ১১১ রান করলেই বিশ্বকাপ শেষ ভারতের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:৪২ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২১, ০৯:৪২ PM
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হেরে সুপার টুয়েলভ শুরু করে ভারত। এবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় সংগ্রহ করতে পারেনি। কিউইদের বোলিং তোপে ধুঁকতে থাকা ভারত নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে করেছে ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
টি-২০ আসরে ১১১ রান তুলনামূলকভাবে খুবই কম। আর কিউইরা এই ১১১ রান করতে পারলেই এবারের টি-২০ বিশ্বকাপের আসর থেকে বিদায় নেবে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। তা অনেকটাই নিশ্চিত বলা যায়।
দুবাইয়ে সুপার টুয়েলভের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেন কিউই বোলাররা। শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন তারা। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানের মাথায় ইশান কিশান (৮ বলে ৪ রান) সাজঘরে ফেরেন ট্রেন্ট বোল্টের শিকার হয়ে।
এরপর ষষ্ঠ ওভারে আরও এক ব্যাটারকে হারায় ভারত। এবার টিম সাউদিকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ হন লোকেশ রাহুল (১৬ বলে ১৮)।
সেখান থেকে হাল ধরা দূরের কথা, দলকে বিপদে ফেলে ফিরে যান অভিজ্ঞ রোহিত শর্মাও। ব্যক্তিগত ১ রানে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি হার্ডহিটিং এই ব্যাটার।
অষ্টম ওভারে ইশ সোধির ঘূর্ণিতে লংঅনে ক্যাচ হন রোহিত। ১৪ বলে ১৪ রানে থামে তার ইনিংস। অধিনায়ক বিরাট কোহলিও (১৭ বলে ৯) একই পথ ধরেন, সেই লংঅনেই তুলে দিয়ে হন সোধির দ্বিতীয় শিকার।
৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। রিশাভ পান্ত (১৯ বলে ১২) আরও একবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে অ্যাডাম মিলনের গতিতে স্ট্যাম্প হারান।
সেখান থেকে একটু হাল ধরেছিলেন হার্দিক পান্ডিয়া আর রবিন্দ্র জাদেজা। কিন্তু এদিকে তো বল শেষ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়েই হিট করেন হার্দিক।
১৯তম ওভারের প্রথম বলে বোল্টকে তুলে মারতে গিয়ে লংঅফে ক্যাচ হন হার্দিক, ২৪ বলে করেন ২৩। শেষ পর্যন্ত এটিই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ইনিংস সর্বোচ্চ হয়ে থাকে।
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ২০ রানে নেন ৩টি উইকেট। ১৭ রানে ২ উইকেট শিকার ইশ সোধির।