ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অভিযোগ, তদন্ত করবে কেন্দ্রীয় সংসদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ০৬:১৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটি ঘোষণার সাড়ে আট মাস পর কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এবারের কমিটি ছাত্রদলের সাম্প্রতিক কালের সবচেয়ে তারুণ্যনির্ভর কমিটি। অর্থাৎ আগের চেয়ে কম বয়সীরা এ কমিটিতে স্থান পেয়েছেন। তবে কমিটির একাধিক নেতাকর্মীকে নিয়ে নানা অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
শুক্রবার (১৫ নভেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠন করার কথা জানায় ছাত্রদল।
জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই সদস্যের তদন্ত কমিটি আগামী দুই দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ‘গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগের যথাযথ তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ ও এ বি এম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত তদন্ত কমিটিকে আগামী দুই দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হলো।’
এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।’